হোম > অর্থনীতি

অনিতা চৌধুরীর স্কয়ারের শেয়ার পেলেন উত্তরাধিকারীরা

আজকের পত্রিকা ডেস্ক­

অনিতা চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী মৃত অনিতা চৌধুরীর নামে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার টেক্সটাইলের শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর করা হয়েছে।

আদালতের উত্তরাধিকার সনদ অনুযায়ী তাঁর ছেলেমেয়েদের কাছে এই শেয়ার হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, অনিতা চৌধুরীর নামে স্কয়ার গ্রুপের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৮১৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে তাঁর ছেলে কোম্পানির বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩ টি, মেয়ে ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩ টি, ছেলে ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩টি এবং আরেক ছেলে পরিচালক অঞ্জন চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩টি শেয়ার পেয়েছেন।

অনিতা চৌধুরীর নামে স্কয়ার গ্রুপের আরেক কোম্পানি স্কয়ার টেক্সটাইলের ৫৮ লাখ ৪৩ হাজার ৮৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে ছেলে কোম্পানির বর্তমান চেয়ারম্যান তপন চৌধুরী ১৪ লাখ ৬০ হাজার ৭৭০ টি, মেয়ে ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি, ছেলে ব্যবস্থাপনা পরিচালক স্যামুয়েল এস চৌধুরী ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি এবং আরেক ছেলে পরিচালক অঞ্জন চৌধুরী ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি শেয়ার পেয়েছেন।

ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা