হোম > অর্থনীতি

বর্তমানে দেশের মাথাপিছু আয় ২৫৫৪ ডলার: পরিকল্পনামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে একনেক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

বৈঠকে জানানো হয়, `আমরা অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করেছি। আমরা ছিলাম ২০০৫-০৬ সালে। এখন ভিত্তি বছর ২০১৫-১৬ বছরে নিয়ে এসেছি। এতে অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে। মোট জিডিপির আকার বর্তমানে ৪১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ ছাড়া মাথাপিছু আয়ও বেড়ে ২ হাজার ৫৫৪ ডলার হয়েছে, যা টাকার অঙ্কে ২ লাখ ১৬ হাজার ৫৮০।

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেকের সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া মাথাপিছু আয়, মোট জিডিপিসহ সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার ৫০ বিলিয়ন এবং স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ হয়েছে। এ ছাড়া মানুষের গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে। দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

একনেকের বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। 

দেশীয় ভ্রমণে শীর্ষে কক্সবাজার, বিদেশে মালয়েশিয়া

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

লিটারে ২ টাকা করে কমল ডিজেল অকটেন পেট্রল ও কেরোসিনের দাম

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা