হোম > অর্থনীতি

সবজি সংরক্ষণে ১০০ হিমাগার নির্মাণ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

সবজি ও কাঁচামাল সংরক্ষণের সুবিধা বাড়াতে সারাদেশে ১০০টি হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণ করছে সরকার। আজ বুধবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প অগ্রগতি বিষয়ক এক সভা শেষে এ তথ্য জানান কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা বলেন, সরকার সবজিসহ কাঁচামাল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ করছে। এতে কৃষকেরা উপকৃত হবেন। বাজারে কাঁচামালের সরবরাহ সঠিক রাখতে সহায়ক হবে। বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খননসহ কৃষিখাতের নানা প্রকল্প বাস্তবায়িত হলে কৃষক থেকে শুরু করে ভোক্তা—সবাই উপকার পাবেন।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লার মুরাদনগর এবং ভোলায় ঘটে যাওয়া নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে ও হচ্ছে। এসব অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।

প্রসঙ্গত, গত রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসিফ মাহমুদের হাতব্যাগে একটি অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেলে বিষয়টি আলোচনায় আসে।

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

এখন থেকে ডলারেও ফ্লাইটের ভাড়া নির্ধারণ হবে

জেসিআই ঢাকা হেরিটেজের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

চট্টগ্রাম কাস্টমসের বার্ষিক রাজস্ব আয়ের অর্ধেকই পাওনা বিপিসি ও পেট্রোবাংলার কাছে

২০২৪-২৫ অর্থবছরে বিমানের নিট মুনাফা ৭৮৫ কোটি টাকা

দেশীয় ভ্রমণে শীর্ষে কক্সবাজার, বিদেশে মালয়েশিয়া

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

লিটারে ২ টাকা করে কমল ডিজেল অকটেন পেট্রল ও কেরোসিনের দাম

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক