হোম > অর্থনীতি

সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা

আজকের পত্রিকা ডেস্ক­

দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড পরিমাণে বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা।

এ ছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা। একইভাবে, ১৮ ক্যারেট সোনার দামও ১ হাজার ৯৭১ টাকা বৃদ্ধি করে ভরিপ্রতি ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির সোনার দামেও বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই মানের সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা বেড়ে প্রতি ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে, যা কয়েক মাস ধরেই স্থিতিশীল আছে।

কয়েক মাস ধরে সোনার দাম বাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে এই নতুন রেকর্ড দামে ক্রেতারা বেশ অবাক হয়েছেন। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকে দায়ী করেছে বাজুস।

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস