হোম > অর্থনীতি

জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা: সালমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানিসহ বেশ কয়েকটি খাতে ভারতীয় ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 

আজ শনিবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান এফ রহমান বলেছেন, ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা জ্বালানি, স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, আইটি এবং কৃষি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। ব্যবসায়ীদের অনেকেই বাংলাদেশে বিনিয়োগ করেছেন এবং সম্পৃক্ততা বাড়াতে চান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আন্তরিক সমর্থন রয়েছেন। 

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। নরেন্দ্র মোদিও সব সময় বলেছেন প্রতিবেশী আগে। এবারের সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।’ 

সকালে দিল্লিতে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান এফ রহমান বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দুই দেশের সরকারপ্রধানের মধ্যকার বৈঠকের পর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।’

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা