হোম > অর্থনীতি

টিসিবির পণ্য বিক্রির সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রায়ত্ত বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। গত ৬ অক্টোবর থেকে দেশব্যাপী চলমান পণ্য বিক্রির এ কার্যক্রম আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। আজ টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে হুমায়ুন কবির বলেন, নিম্নআয়ের মানুষের চাহিদার কথা বিবেচনা করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম তিন দিন বাড়ানো হয়েছে। এ সময়ে আগের দামেই সব পণ্য বিক্রি হবে। 

তিনি বলেন, বাজার পরিস্থিতি বিবেচনায় আগামী মাসেও টিসিবির নিত্যপণ্য বিক্রি চালিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে। তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। নভেম্বরের প্রথম সপ্তাহে আবারও এ কার্যক্রম চালু হতে পারে বলে উল্লখ করেন তিনি। 

উল্লেখ্য, বাজারের দামের চেয় অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে সারা দেশে টিসিবির ট্রাক সেল কার্যক্রম অব্যাহত রয়েছে। টিসিবির ট্রাক থেকে ভোক্তারা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, প্রতি কেজি মসুর ডাল ৫৫ টাকায় এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা দরে কিনতে পারছেন। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি ডাল কিনতে পারবেন। এ ছাড়া ১০০ টাকা লিটার দামে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। 

টিসিবি জানিয়েছে, দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রয় কার্যক্রম চলছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন স্পটে প্রায় ৮০টি ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে।

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা