বৈদেশিক ঋণের ক্ষেত্রে, বাংলাদেশের দীর্ঘমেয়াদি ইস্যুয়ার ডিফল্ট রেটিং (আইডিআর) স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে এনেছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা ফিচ রেটিংস। একই সঙ্গে, আইডিআর ‘বিবি মাইনাসে’ (বিবি-) নিশ্চিত করেছে।
আইডিআর ইস্যুকারী প্রতিষ্ঠানের (যেমন কোনো সংস্থা বা সরকার) আর্থিক বাধ্যবাধকতা, খেলাপি হওয়ার আপেক্ষিক আশঙ্কা মূল্যায়নকে প্রতিনিধিত্ব করে। আইডিআর, দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রায় এর আর্থিক বাধ্যবাধকতা পূরণের সক্ষমতা নির্দেশ করে।
আইডিআর স্থিতিশীল থেকে নেতিবাচক হওয়ার অর্থ হচ্ছে, বাংলাদেশের খেলাপি হওয়ার ঝুঁকি অনেক বেশি, তবে বাংলাদেশ এখনো তার ঋণের দায় মেটাতে বা বাধ্যবাধকতা পূরণে সক্ষম। এ ছাড়া সরকারের ঋণও সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় কম—জিডিপি প্রবৃদ্ধির সম্ভাবনাও ভালো; কিন্তু রাজস্ব-জিডিপির নিম্ন অনুপাত, নিম্ন মাথাপিছু আয়, ব্যাংকিং খাতের দুর্বলতা ও সুশাসনের ঘাটতির কারণে ভালো দিকগুলো ফিকে হয়ে যায়।