হোম > অর্থনীতি

এমিরেটসের বহরে যুক্ত হলো প্রথম এয়ারবাস এ৩৫০

আজকের পত্রিকা ডেস্ক­

এমিরেটস এয়ারলাইনের বহরে যুক্ত হতে যাচ্ছে প্রথম এয়ারবাস এ৩৫০। ছবি: সংগৃহীত

এমিরেটস এয়ারলাইনের বহরে যুক্ত হতে যাচ্ছে প্রথম এয়ারবাস এ৩৫০। গতকাল সোমবার ফ্রান্সে এয়ারবাস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমিরেটসের কাছে এয়ারবাসটি ডেলিভারি করা হয়। এমিরেটস ইতিমধ্যে যে ৬৫টি এয়ারবাসের ক্রয়াদেশ দিয়েছে, এটি তার প্রথম। বাকিগুলো আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে ডেলিভারি করা হবে। ২০০৮ সালের পরে এয়ারলাইনটি প্রথম কোনো নতুন ধরনের উড়োজাহাজের ডেলিভারি গ্রহণ করল। এমিরেটস বহর মূলত বোয়িং ৭৭৭ ও এয়ারবাস এ৩৮০ নির্ভর।

ডেলিভারিকৃত উড়োজাহাজটি আজই ফ্রান্সের তুলুজ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করছে। দুবাই পৌঁছার পর উড়োজাহাজটির ছোটখাটো চূড়ান্ত কিছু কাজ সম্পন্ন করবে এমিরেটস ইঞ্জিনিয়ারিং বিভাগ। তারপর বিশেষ একটি অনুষ্ঠানে সপ্তাহের শেষে এর আনুষ্ঠানিক উন্মোচন করা হবে। ডেলিভারি ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে জেট ফুয়েল এবং সাসটেইনেবল অ্যাভিয়েশন ফুয়েলের মিশ্রণ।

আগামী বছর জানুয়ারিতে এমিরেটস এ৩৫০ এর সাহায্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে। এডিনবরাতে উদ্বোধনী ফ্লাইটের পর মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া ও ইউরোপের আরও ৮টি গন্তব্যে এ৩৫০ ফ্লাইট পরিচালিত হবে।

বেনাপোলে দুই মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক, দৈনিক লোকসান ৩ লাখ টাকা

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই