হোম > অর্থনীতি

পদোন্নতি রদবদলে নতুন এমডি পেল ১০ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও পেল সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকসহ রাষ্ট্রমালিকানাধীন ৬ এবং ৪ বিশেষায়িত মিলিয়ে ১০ সরকারি ব্যাংক। একযোগে ব্যাংকগুলোর শীর্ষ পদে এই নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে কোথাও শীর্ষ পদে শূন্যতা দূর হয়েছে, কোথাও রদবদল ঘটেছে। এতে কারও কারও পদোন্নতিও জুটেছে।
গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে। এর আগে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা, রূপালীসহ ৬টি ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এতে ১ মাস ২ দিন ব্যাংকগুলোর এই শীর্ষ পদ শূন্য ছিল; যা নতুন নিয়োগ আদেশের মাধ্যমে পূর্ণতা পেল।

এ প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের নতুন এমডি এবং সিইও হয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি মো. শওকত আলী খান। তিনি গত ১৯ সেপ্টেম্বর চুক্তি বাতিল হওয়া আফজাল করিমের স্থলাভিষিক্ত হবেন। ২০২২ সালের ১৪ আগস্ট সোনালী ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফজাল করিম।

জনতা ব্যাংকের এমডি পদে নিয়োগে পেয়েছেন প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান। জনতা ব্যাংকের আগের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মো. আব্দুল জব্বার। ২০২৩ সালের ৩ মে জনতা ব্যাংকে এমডি পদ পান তিনি। তাঁর চুক্তি বাতিল হওয়ায় মজিবর রহমান এই নতুন দায়িত্বে।

এদিকে অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি মো. আনোয়ারুল ইসলামকে অগ্রণীর এমডি করা হয়েছে। তিনি সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল কবিরের স্থলাভিষিক্ত হলেন। ২০২২ সালের ১৪ আগস্ট মোরশেদুল কবির এ ব্যাংকের এমডি নিযুক্ত হন।

এ ছাড়া রূপালী ব্যাংকের নতুন এমডি করা হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি মো. আ. রহিমকে। তিনি গত মাসে ব্যাংকটির বিদায়ী এমডি মোহাম্মাদ জাহাঙ্গীরের স্থলে দায়িত্ব পালন করবেন। ২০২২ সালের ২৮ আগস্ট মোহাম্মাদ জাহাঙ্গীর এমডি নিযুক্ত হয়েছিলেন।

অন্যদিকে জনতা ব্যাংকের সাবেক দুই ডিএমডি মো. জসীম উদ্দিন ও মো. কামরুজ্জামানকে পদোন্নতি দিয়ে যথাক্রমে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

একইভাবে পদোন্নতি দিয়ে সোনালী ব্যাংকের দুই ডিএমডি মীর মোফাজ্জল হোসেন ও সঞ্চিতা বিনতে আলীকে যথাক্রমে আনসার-ভিডিপি ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। আর বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি চানু গোপাল ঘোষকে প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি হিসেবে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে।

জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর এই সরকার ব্যাংক খাতে নানা সংস্কারের উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রমালিকানাধীন ৬ বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

এই ছয় রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের এমডি পদে নিয়োগের জন্য ২৬ জন প্রার্থীর সারসংক্ষেপ তৈরি করা হয়। নানা হিসাব-নিকাশ করে অবশেষে সোমবার রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ১০ ব্যাংকে ব্যাংকের এমডি পদে নিয়োগ ও পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, আগে এই ৬ ব্যাংকের এমডি ও সিইওরা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে যোগদান করেন। তাই চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করার এখতিয়ারও ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বা পর্ষদ চেয়ারম্যানের। সে জন্য চুক্তিভিত্তিক নিয়োগপত্রে চুক্তি বাতিলের ক্ষেত্রে এমডিদের নিয়োগের চুক্তি বাতিল করে পর্ষদ চেয়ারম্যান। এ জন্যই এমডিদের নিয়োগ বাতিল করতে ব্যাংকগুলোর চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের নিয়োগ বাতিল হওয়ার পরই নতুন এমডি নিয়োগ দেয় এফআইডি। 

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক