হবিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ২০২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। আজ রোববার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
রামকৃষ্ণ মিশন রোডে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম-সম্পাদক নূরউদ্দিন বুলবুল, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। আলোচনা সভা শেষে গান পরিবেশন করেন বাউল শিল্পী শাহাব উদ্দিন ও সৈয়দ আশিকুর রহমান আশিকসহ স্থানীয় শিল্পীরা।