সুনামগঞ্জে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার সুনামগঞ্জের ছাতক থেকে সেনাবাহিনীর সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
উদ্ধারকৃতদের সিলেটে আনা হচ্ছে। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।
আটকে পড়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পঞ্চম সেমিস্টার পরীক্ষা শেষে তাঁরা ২১ শিক্ষার্থী সুনামগঞ্জে বেড়াতে যান। আকস্মিক বন্যায় সেখানে আটকা পড়েন তাঁরা। এরপর সহায়তা চেয়ে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
আটকে পড়ে শিক্ষার্থীদের একজন শোয়াইব আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘আমার নিরাপদে আছি। বাংলাদেশ আর্মির সহায়তায় আমরা সিলেটে গাড়িযোগে পৌঁছাচ্ছি।’