হোম > সারা দেশ > সিলেট

স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক স্বামী

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

আলী আহমদকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাটে রুবেনা বেগম (৩০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নারীর স্বামী আলী আহমদকে (৩৫) আহতাবস্থায় আটক করা হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া মোকাম মহল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক আলী আহমদ উপজেলার বগাইয়া মোকাম মহল্লা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। নিহত রুবেনা বেগম উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। এই দম্পতির তিনটি সন্তান আছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ২টার দিকে আলী আহমদ তাঁর স্ত্রী রুবেনাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই নিহত হন রুবেনা। স্ত্রীকে হত্যার পর তিনি নিজেই নিজেকে দা দিয়ে কোপাতে শুরু করেন। স্থানীয়রা তাঁর চিৎকার শুনে এগিয়ে গিয়ে তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। পরে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে স্ত্রীর লাশ উদ্ধার করে। আহত অবস্থায় আটক স্বামীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘাতক স্বামী নিজেও আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। রুবেনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২