হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি

নারী, শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে নারী, শিশুসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ১৩ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো (পুশ ইন) হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার পাল্লাথল সীমান্ত এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় ওই ১৩ জনকে আটক করে বিজিবি। এ নিয়ে সাম্প্রতিক সময়ে বড়লেখা সীমান্ত দিয়ে পুশ ইনের সময় এ পর্যন্ত মোট ২৮৫ জনকে আটক করা হলো।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে উপজেলার নিউ পাল্লাথল বিওপি সীমান্ত এলাকা দিয়ে ১৩ জন বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ। পরে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে এলাকাবাসীর সহায়তায় বিজিবি আটক করে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করছে।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ আজ বিকেলে জানান, বিজিবি পুশ ইনের শিকার ওই ব্যক্তিদের স্থানীয় একটি স্কুলে রেখেছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ জানান, আজ ভোরে নিউ পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা