বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু, পাথর উত্তোলন করায় ১২টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এসময় বাল্কহেডগুলোকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। ২২ ও ২৩ মে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত এ নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিউর রহিম জাদিদ।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ বলেন, সরকারিভাবে নদী থেকে বালু, পাথর উত্তোলন বন্ধ রয়েছে। তাঁরা নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু, পাথর উত্তোলন করার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।