হোম > সারা দেশ > সিলেট

প্রান্তিক কৃষক থেকে লাখপতি লেবু চাষি ময়নুল

প্রতিনিধি

কানাইঘাট (সিলেট): কানাইঘাটের একজন সফল লেবু চাষি ময়নুল হক। তাঁর বাগানের লেবু যায় দেশের বিভিন্ন বাজার ছাড়িয়ে বিদেশেও। এক সময়ের প্রান্তিক চাষি এখন লেবু বিক্রি থেকেই বছরে আয় করেন প্রায় ১০ লাখ টাকা। বাড়ির পাশেই সরকারি খাস খতিয়ান ভুক্ত ১২ একর জমিতে লেবু বাগান তাঁর।

কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সনাতন পুঞ্জি গ্রামের বাসিন্দা ময়নুল হক। মা, বাবা, স্ত্রী আর চার সন্তান নিয়ে তাঁর সংসার। কানাইঘাট বাজার থেকে সুরইঘাট বাজার হয়ে কিংবা চতুল বাজার থেকে বড়বন্দ বাজারে হয়ে ময়নুল হকের লেবু বাগানে যাওয়া যায়।

চার বছর আগে পাহাড়ি জমিতে লেবু চাষ শুরু করেন ময়নুল। বাগান থেকে প্রথম বছরই ৮০ হাজার টাকা এবং পরের বছর প্রায় ২ লাখ টাকার লেবু বিক্রি করেন তিনি। ময়নুল হকের বাগানের লেবু কানাইঘাট বাজার, হরিপুর বাজার, সিলেট নগরীতেও বিক্রি হচ্ছে। তাঁর কাছ থেকে লেবু কিনে বিদেশে রপ্তানি করছেন ব্যবসায়ীরা।

ময়নুল হক বলেন, বর্তমানে তাঁর লেবু বাগানে পাঁচ/ছয় জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। এই লেবু বাগান করতে তাঁর প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। চার/পাঁচ বছর পর এ বাগান থেকে প্রতি বছর ১৫ / ২০ লাখ টাকার লেবু বেচতে পারবেন বলে আশা করছেন ময়নুল। বর্তমানে তাঁর বাগানের রয়েছে জারা ও কাগজি লেবু।

ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা বলেন, ময়নুল হক লেবু চাষ করে এখন স্বাবলম্বী। তাঁর বাগানের লেবু স্থানীয় চাহিদা পূরণ করে এখন দেশের বাইরেও যাচ্ছে। আমি ব্রিটেনের হাট-বাজারে ময়নুলের লেবু বিক্রি হতে দেখে আমার খুব ভালো লেগেছে।

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা