হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নাতিকে গলা টিপে হত্যার দায়ে দাদির মৃত্যুদণ্ড

প্রতিনিধি, সিরাজগঞ্জ (রাজশাহী) 

সিরাজগঞ্জে নাতিকে গলা টিপে হত্যার দায়ে দাদি কুলছুম খাতুনকে (৩৭) মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়েছে। 

কুলছুম খাতুন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া শেখপাড়া গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

সরকারি পিপি অ্যাডভোকেট আবদুর রহমান রায়ের বিষয় নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ১৭ জুন দুপুরে খাওয়ার পর কুলছুম খাতুনের নাতি স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্র রিফাত হোসেন (৭) খেলতে যায়। এ সময় কুলছুম খাতুন তাকে ডেকে পার্শ্ববর্তী সাত্তারের পাট খেতে নিয়ে গিয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন রিফাতের বাবা চাঁন মিয়া বাদী হয়ে কুলছুম খাতুন ও সাইদুল হক নামের আরেক জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। পরে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় আসামি হত্যার কথা স্বীকার করে। 

দীর্ঘ শুনানি শেষে আজ জেলা ও দায়রা জজ কুলছমুকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সাইদুল হককে বেকসুর খালাস দেন। 

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু