হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত সহপাঠী সংশোধনাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্কুলছাত্রী অন্তঃসত্ত্বার ঘটনায় সিরাজগঞ্জের চৌহালীতে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মোছা. নাহিদ রহমান শরীফ তাঁকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর নির্দেশ দেন। 

এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পরে ওই দিন রাতে অভিযুক্ত সহপাঠী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। 

সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌহালী আমলি আদালত) আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, স্কুলছাত্রীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তার মায়ের মৃত্যুর পর সে চৌহালীতে তার নানার বাড়িতে বসবাস করে এবং স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্রী। 

একই স্কুলের ছাত্র হওয়ায় অভিযুক্তের সঙ্গে তার বন্ধুত্ব হয়। পরে ওই কিশোর বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করে। এখন সে ৯ মাসের অন্তঃসত্ত্বা। ভুক্তভোগীর পরিবার বিষয়টি ওই কিশোরের পরিবারকে জানায়। কিন্তু তারা বিয়ে দিতে রাজি হয়নি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবগত করে বিচার না পেয়ে মামলাটি দায়ের করে ভুক্তভোগীর পরিবার। 

সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ইন্সপেক্টর মোহা. মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ব্যক্তি যদি ১৮ বছরের নিচে হয় তাহলে সে শিশু। গ্রেপ্তার ওই কিশোর এখন জিআরও অফিসে আছে। পুলিশ স্কট আসার অপেক্ষায় আছি। স্কট আসলে তাকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হবে।’ 

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বুধবার রাতে অভিযুক্ত সহপাঠীকে (কিশোর) গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছি।’

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু