হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা কারাগারে দুইটি চেক জালিয়াতির মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত শফিকুল ইসলাম (৫০) জেলার বিরামপুর উপজেলার চক পাতলা গ্রামের হাসান আলীর ছেলে। তিনি হৃদ্রোগ, কিডনি জটিলতাসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত ছিলেন। 

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের বিরুদ্ধে ১৬ লাখ ও ৩ লাখ টাকার দুটি চেক জালিয়াতির মামলা হয়। মামলায় রায়ে তাঁকে এক বছর ও ছয় মাসের মোট দেড় বছরের সাজা প্রদান করেন বিচারক। ২০২১ সালের ২৩ জুলাই তাঁকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে তিনি দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজ করতে গিয়ে দেখা যায় তিনি টয়লেটে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই ৮টা ৩৫ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন আজকের পত্রিকাকে জানান, শফিকুল ইসলাম দুটি চেক জালিয়াতির মামলায় দেড় বছরের সাজা খাটছিলেন। আগে থেকেই তিনি নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। তাঁর হার্টের সার্জারি করা হয়েছে। এ ছাড়াও তিনি কিডনি রোগে ভুগছিলেন। তাঁর ক্রিয়েটিনিন লেভেল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। আজ বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার