হোম > সারা দেশ > দিনাজপুর

খানসামায় ১১ বছর আগের ঘটনায় সাবেক জামায়াত নেতার মামলা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলায় ১১ বছর আগে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নসহ দলটির বিভিন্ন পর্যায়ের ২১ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার বাদী ফারুক ইসলাম ছাত্রশিবিরের উপজেলা শাখার সাবেক সভাপতি ও জামায়াতের উপজেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি। বর্তমানে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সহকারী সেক্রেটারি। তিনি গত শুক্রবার দিবাগত রাতে খানসামা থানায় এজাহার জমা দেন।

এজাহারে বলা হয়, ২০১৪ সালের ১৫ জানুয়ারি রাতে খানসামা থানার তৎকালীন কর্মকর্তাদের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে তারা। চাঁদার এক লাখ টাকা না দেওয়ায় তাঁকে সাদা কাগজে স্বাক্ষর করানো হয়, লাঠিপেটা করা হয় এবং একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়। থানায় এনে আওয়ামী লীগ নেতা মোকছেদার রহমান তাঁকে মারধর করেন বলেও অভিযোগ করেন ফারুক ইসলাম।

এ ছাড়া, উপজেলা জামায়াতের আরও ছয় নেতা-কর্মীর বাড়ি থেকেও প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ করা হয়েছে এজাহারে। তাঁদের মধ্যে আছেন মাইজার রহমান, জিকরুল হক, রায়হান, আব্দুল্লাহ আল কাফি, মাওলানা আনিছুর রহমান ও মজিবর রহমান।

ফারুক ইসলাম বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়ের বিচার চাওয়াটা ছিল অসম্ভব। এখন পরিস্থিতি অনুকূলে আসায় মামলা করেছি। আশা করি ন্যায়বিচার পাব।’

খানসামা থানার ওসি নজমূল হক বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড