হোম > সারা দেশ > রংপুর

সরকার দেশে সহিংসতা চাপিয়ে দিতে চাচ্ছে: জোনায়েদ সাকি

রংপুর প্রতিনিধি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘সরকার দেশে সহিংসতা চাপিয়ে দিতে চাইছে। এ সরকারের পদত্যাগের দাবি আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে আসছি। দাবি না মানলে আন্দোলনে যাওয়ার কথা বলেছি। অথচ সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে; যা দেশে সহিংসতা ছড়িয়ে দেবে।’ 

আজ শনিবার বিকেলে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে গণসংহতি আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, ‘সরকার যদি আমাদের দাবি না মানে, তাহলে দেশের গৌরবোজ্জ্বল গণ-অভ্যুত্থানের মতো জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তোলা হবে, যা সরকারকে দাবি মানাতে বাধ্য করবে। এরপরও সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গেলে, আমরা আন্দোলনকারীরা বিশ্বাস করি জনগণ এবার তাদের জয়ী হতে দেবে না। তাদের চক্রান্ত জনগণ বাস্তবায়ন করতে দেবে না।’ 

গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান সভায় সভাপতিত্ব করেন। বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী, কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলীমুল কবির, রংপুর জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক মুফাখখারুল মুন প্রমুখ।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ