হোম > সারা দেশ > কুড়িগ্রাম

দিনাজপুর শিক্ষা বোর্ড: ১৩ কলেজের কেউ পাস করেনি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৩টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। দিনাজপুর বোর্ডের প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, দিনাজপুরের দুটি, ঠাকুরগাঁওয়ের তিন, লালমনিরহাটের তিন ও পঞ্চগড়ের দুটি এবং গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীর একটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।

আজ বুধবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দিনাজপুর বোর্ডের অধীনে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগোর কলেজ থেকে ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। একই জেলার সদর উপজেলার সালন্দর মহিলা কলেজ থেকে ১১ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগর দাবড়ির হাট বিএল হাইস্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দিন কলেজ, একই জেলার বোদা উপজেলার ম্যারেয়া হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন করে পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করেনি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাসির উদ্দিন কলেজ থেকে ছয়জন এবং একই জেলার কালিগঞ্জ উপজেলার দুহুলি এসসি হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন পরীক্ষার্থীয় অংশ নিয়ে কেউ পাস করেনি। নীলফামারীর জলঢাকা উপজেলার চেওড়াডাঙ্গী হাইস্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজ থেকে তিনজন করে পরীক্ষার্থীর কেহ-ই পাস করেনি।

এদিকে, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা মহিলা কলেজ, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া মহিলা কলেজ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন করে পরীক্ষার্থী অংশ নিয়েও ফেল করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে বিধি অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামির নামে মামলা

সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করায় ডিলারকে জরিমানা, ১০৭ বস্তা সার জব্দ

জামায়াত দায়িত্ব পেলে রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে—জানালেন এ টি এম আজহার

রংপুর কারাগারে হাজতির মৃত্যু

রংপুরে ঘরের ভেতর মিলল মুক্তিযোদ্ধা দম্পতির রক্তাক্ত লাশ

মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ইজিবাইকচালক নিহত

আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা দাবি, বেরোবি ছাত্রদলের পাল্টা সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় টেস্ট: পররাষ্ট্র উপদেষ্টা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

পীরগাছায় দিনের বেলায় কেটে রাখা জমির ধান লুটের অভিযোগ