হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মিটফোর্ডে ব্যবসায়ী খুনের প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আজ সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় এবং সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এস এস রোড হয়ে বাজার স্টেশন এলাকা ঘুরে মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভ ও সমাবেশে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের আল ইসলাম সেজান, আব্দুস সবুর তালুকদার, মুনতাসীর মেহেদী হাসান ও আশিক প্রমুখ।

তাঁরা বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং একটি গণতান্ত্রিক পরিবেশ গঠনে সরকারের প্রতি আহ্বান জানান।

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা