হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অটোচালকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আব্দুর রাকিব নামে (৪৩) এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পৌর এলাকার নিমতলা এলাকার নবারুণ সংঘের তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আব্দুর রাকিব একই এলাকার বাসিন্দা। পেশায় অটোচালক রাকিবের খেলাধুলার প্রতি আগ্রহ থাকায় ওই ক্লাবে স্বেচ্ছা-শ্রমিক হিসেবে ছিলেন। 

আব্দুর রাকিবের স্ত্রী সাথি খাতুন জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন তাঁর স্বামী। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। 

সাথি খাতুন আরও বলেন, ‘সৌদি আরব যাওয়ার জন্য আবুল কালাম নামের এক আদম ব্যবসায়ীকে সাড়ে ৩ লাখ টাকা দিয়েছিল আব্দুর রাকিব। তিন-চার মাস আগে সে যে ভিসা দিয়েছিল, সেটা নকল ছিল। এ নিয়ে কালামের সঙ্গে হাতাহাতি হয়েছিল। এরপর সে আজ-কাল করে বিদেশ পাঠানোর ব্যাপারে সময় নিচ্ছিল। এর বাইরে কোনো ঘটনা জানা নেই। কে মারল, কেন মারল, কাকে দোষ দেব বুঝতে পারছি না।’ 

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কীভাবে মারা গেছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে