হোম > সারা দেশ > রাজশাহী

পুকুরে ভাসছিল দুধ বিক্রেতার মরদেহ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পুকুরে লাশ ভাসত দেখে স্থানীয়রা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার বড় পুকুর থেকে এক দুধ বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ওই পুকুরের পানিতে মরদেহটি ভেসে ওঠে।

এ সময় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠায়।

লাশ উদ্ধারে খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

মারা যাওয়া ব্যক্তির নাম সঞ্জিত দাস (৪২)। তিনি ওই একই এলাকার বাসিন্দা।

মৃতের পরিবার পুলিশকে জানিয়েছে, ৩১ অক্টোবর কালী পূজার রাত থেকে সঞ্জিত নিখোঁজ ছিলেন। এরপর আজকে তাঁরা সঞ্জিত দাসের মরদেহের খোঁজ পান।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, সঞ্জিতের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য পুকুর থেকে উদ্ধারের পর সঞ্জিতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

এই ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান