চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটির মিয়াপাড়া ঈদগাহের কাছে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক রায়হান আলী (২৫) নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান আলী সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সতের রশিয়া গ্রামের শাহ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকালে রায়হান আলী ট্রাক্টর নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিকে যাচ্ছিলেন। মিয়াপাড়া ঈদগাহের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক রায়হান আলী ঘটনাস্থলেই নিহত হন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টির নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।