হোম > সারা দেশ > রাজশাহী

২৭ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

রাজশাহী প্রতিনিধি

দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহীর তানোর থানার পুলিশ। স্ত্রীকে হত্যার দায়ে ১৯৯৫ সালের ২৭ মে রাজশাহীর একটি আদালত নজরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। নজরুল তানোরের ছাঐড় গ্রামের মৃত ভন্ডু মণ্ডলের ছেলে।

আজ শনিবার পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে নজরুলকে গ্রেপ্তার করে। নজরুল ওই এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। ঢাকায় শ্রমিকের কাজ করতেন তিনি। মাঝে মাঝে ওই এলাকাতেও থাকতেন। এবার ঈদ করতে বাড়ি এসে পুলিশের কাছে ধরা পড়েন তিনি। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ‘স্ত্রীকে হত্যার অভিযোগ ওঠার পর থেকেই নিরুদ্দেশ ছিলেন নজরুল। তাঁর অনুপস্থিতিতেই আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এত দিন পুলিশ তাঁর কোনো নাগাল পায়নি। 

চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে গিয়ে নজরুল বসবাস করতে শুরু করেন। সেখানে তিনি আবদুল আজিজ নামে পরিচিত হয়ে ওঠেন। দ্বিতীয় বিয়ে করে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যান। আবদুল আজিজ নামে চাঁপাইনবাবগঞ্জের ঠিকানায় তিনি জাতীয় পরিচয়পত্রও তৈরি করেন। শেষমেশ তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন। শনিবারই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক