বগুড়ার শেরপুর উপজেলায় করতোয়া নদীতে মাছ শিকারে নেমে পানিতে ডুবে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রবিন হাসান (১৪) ওই গ্রামের গোলাম রব্বানীর ছেলে। সে উপজেলার গাড়িদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।
রবিনের সঙ্গে মাছ শিকারে নদীতে নামা চাঁন মিয়া (৪৫) আজকের পত্রিকাকে জানান, স্থানীয় বিভিন্ন বয়সের অন্তত আটজন মানুষের সঙ্গে রবিন মাছ শিকার করতে নদীতে নামে। এ সময় সে সবার সামনে পানিতে তলিয়ে যেতে থাকে। সবাই তাকে উদ্ধারে চেষ্টা করে। তবে মুহূর্তে রবিন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর রবিনের পা ভেঁসে ওঠে। সবাই পা ধরে তাকে উপরে নিয়ে আসেন। পরে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাড়িদহ ইউনিয়ন পরিষদের সদস্য হামিদুর রহমান সরকার আজকের পত্রিকাকে বলেন, করতোয়া নদীর এই স্থানে প্রায় প্রতি বছরই অন্তত একজন করে মানুষের মৃত্যু হয়। ধারাবাহিকভাবে রবিনের মৃত্যু হলো। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে রবিনের লাশ দাফন করা হয়েছে।