হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শাহীন আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে পৌর এলাকার গুলবাদ নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীমা খাতুন সাথী (২৩) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পুরোনো বাজার রেল কলোনির মৃত শহিদুল হকের মেয়ে। গ্রেপ্তার শাহীন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা শ্যামপুর গ্রামের বাবুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, শাহীন তাঁর স্ত্রী শামীমা খাতুন ও সাত মাস বয়সী মেয়েকে নিয়ে গুলবাদ নতুনপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

শাহীনের বাড়িওয়ালা সাইফুল ইসলাম জানান, গত তিন দিন আগে শাহীন আমার বাড়ি ভাড়া নেয়। রোববার রাত ১২টার দিকে শাহীন এসে আমাকে বলেন, চাচা আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি, পুলিশ ডাকেন। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ ডাকা হয়।

শাহীনের ভাই আবু রাইহান বলেন, শাহীন সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতেন। দুই বছর আগে তাঁর চাকরি চলে যায়। তিন দিন আগে তাঁরা নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে এসে বাড়ি ভাড়া নিয়েছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শামীমা খাতুন সাথীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহীনকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শামীমাকে হত্যা করেছে শাহীন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা