হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে মো. কামাল হোসেন (৪৭) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

আজ বুধবার বিকেল শিবগঞ্জ উপজেলার ধোবপুকুর-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী-একবরপুর গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন—বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের লু’ফল মো. মোখলেশ আলী (৬৫) ও বিনোদপুর ইউনিয়নের পাঁকাটোলা ইউনুস আলীর ছেলে মোহাম্মদ (৭৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খোঁয়া বোঝাই একটি ট্রলি ভোলাহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোবারকপুর উপরটোলা গ্রামে পৌঁছালে ট্রলিটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। চালক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতের দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহত ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামে ট্রলি-অটোরিকশার সংঘর্ষে একজন মারা গেছেন। দুজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত