হোম > অপরাধ > রাজশাহী

ক্ষেতলালে টাকা চুরির অপবাদ দিয়ে স্কুলছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাত্র ২০০ টাকা চুরির অপবাদে এক শিশুকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত বেলী বেগমকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানার পুলিশ। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধনতলা বাজারের চা-বিক্রেতা বেলী বেগম চা বিক্রি করছিলেন। এ সময় তিনি ক্যাশবাক্সে ২০০ টাকা না থাকার অভিযোগ করেন। সে সময় ওই শিশু তাঁর চায়ের দোকানের পাশে ঘোরাঘুরি করছিল। তখন বেলী বেগম শিশুটিকে সন্দেহ করেন এবং টাকা চুরির অপবাদে বাজারের পাশে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে শিশুটি ২০০ টাকা চুরি করেছে বলে অভিযোগ করেন বেলী বেগম। ভুক্তভোগী শিশু টাকা চুরি করেনি বলে বারবার কাকুতি-মিনতি করছিল। 

স্থানীয় একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। 

এ বিষয়ে ওই শিশুর দাদা আলম হোসেন বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত বেলী বেগমকে রাতেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলী বেগম ধনতলা বাজার এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। 

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন, রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের বিষয়ে প্যানাল কোর্টে একটি মামলা হয়েছে। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়