চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে লিজা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে নাঈমা খাতুন নামে আরেক শিশু। আজ বুধবার উপজেলার পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে।
শিশু লিজা খাতুন ছত্রাজিতপুর খুলিপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে এবং নিখোঁজ শিশু বহলাবাড়ি গ্রামের নাজমুল হকের মেয়ে। তারা ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য আবদুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে যায় লিজা খাতুন (১১) ও নাঈমা খাতুন (১১) সহ আরও পাঁচ শিশু। এ সময় তিনজন সাঁতরে উঠতে পারলেও লিজা ও নাঈমা পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবুরি দল যৌথভাবে নদীতে তল্লাশি চালিয়ে বেলা ২টার দিকে লিজার মরদেহ উদ্ধার করে।’
শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আকবার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এক শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর শিশুর জীবিত থাকার সম্ভাবনা কম। মরদেহ উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে লিজার মরদেহ হস্তান্তর করা হয়েছে।’