হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন 

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার সকালে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণে গাজীপুরের উদ্দ্যেশ্যে শিক্ষাসফরের মাধ্যমে এই আয়োজন শুরু হয়। গাজীপুরে অবস্থিত ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড, বঙ্গবন্ধু সাফারি পার্ক এবং হ‌ুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লিতে শিক্ষা সফরের অংশ হিসেবে পরিদর্শন করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজনের সমাপ্তি হয়।

এরই ধারাবাহিকতায় ৭ মার্চে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্যকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অর্থনীতি বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইকোন স্পোর্টস ফেস্টের  উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো শাহ্ আজম। ইকোন স্পোর্টস ফেস্টের অংশ হিসেবে ক্রিকেট, ভলিবল, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দাবা, স্প্রিন্টসহ নানা ইনডোর এবং আউটডোর খেলার সমন্বয়ে সহশিক্ষামূলক এই আয়োজনটি সাজানো হয়েছে।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, সহশিক্ষা কার্যক্রম আত্মনিয়ন্ত্রণ ও স্বশিক্ষিত হওয়ার সুযোগ বাড়ায়। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন, নেতৃত্ববোধ, মানবিকবোধ, মানসিক ও সামাজিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধিসহ বিভিন্ন ইতিবাচকতায় দক্ষ করে তুলতে সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ভূমিকা অনস্বীকার্য। তাই এ ধরনের সহ-শিক্ষামূলক আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য অর্থনীতি বিভাগকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, আগামী ১১ মার্চ ইকোন স্পোর্টস ফেস্টের চূড়ান্ত পর্যায়ের খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী এই রঙিন আয়োজন।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা