রাজশাহীতে চারটি ওয়ান শুটারগানসহ দুইজনকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজশাহীর বেলপুকুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ছাড়াও এক বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন নাটোরের লালপুর উপজেলার হাঁসবাড়িয়া গ্রামের রেজাউল করিম (৩৮) ও শেরপাড়া গ্রামের আবু রায়হান ওরফে তোতা (৩০)।
র্যাব সূত্রে আরও জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর বেলপুকুর রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। অস্ত্রসহ এই দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নগরীর বেলপুকুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আসামিদেরও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।