হোম > সারা দেশ > রাজশাহী

থেমে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় থেমে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়েছে সিএনজিচালিত অটোরিকশা। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম। 

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের নারায়ণ চৌধুরীর ছেলে মাধব হাওলাদার (৪০) এবং একই ইউনিয়নের পালশা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে সেলিম হোসেন (৩৫)। এদের মধ্যে সেলিম সিএনজি অটোরিকশার চালক ছিলেন। আর মাধব ছিলেন যাত্রী। তিনি দই বিক্রি করার জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিলেন। 

ওসি কামরুল ইসলাম জানান, গোপালপুরে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় সিএনজি অটোরিকশাটি পেছন থেকে গিয়ে ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক সেলিমকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া সংকটাপন্ন অবস্থায় অন্য দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। সেখানে মাধব মারা যান বলে জানান ওসি। 

ওসি জানান, ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়