চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছেলের সড়ক দুর্ঘটনার খবর শুনে সেফালী বেগম (৫০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পারদিলালপুরে এ ঘটনা ঘটে।
এর আগে উপজেলার কানসাট ধোবপুকুর এলাকার ট্রাক-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে সেফালীর ছেলে ট্রাক্টরচালক সুমনসহ তিনজন আহত হন।
আহত সুমন বলেন, ‘আমি সোনামসজিদ থেকে মাটিবোঝাই ট্রাক্টর নিয়ে কানসাটের দিকে যাচ্ছিলাম। এ সময় কানসাটের দিক থেকে আসা সোনামসজিদগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ খবর শুনে আমার মা সেফালী বেগম হার্ট অ্যাটাক মারা গেছেন। কিন্তু এ দুর্ঘটনায় আমার তেমন ক্ষতি হয়নি।’
শিবগঞ্জ থানার এএসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কানসাট ধোবপুকুর এলাকার ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টরচালক সুমনসহ তিনজন আহত হয়েছেন। আর এ খবর শুনে সুমনের মা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।