হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে ভোটের ফল পাল্টে দেওয়ার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি

সারা দিন শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ হয়েছে। স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছেন ভোটারেরা। কিন্তু ফলাফল ঘোষণার পর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুটি ইউনিয়নে ফল পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে।

এই অভিযোগ করেছেন উপজেলার রিশিকুল ইউনিয়নের পরাজিত স্বতন্ত্রপ্রার্থী মুখলেসুর রহমান মুকুল ও গোগ্রাম ইউনিয়নের পরাজিত প্রার্থী হযরত আলী। 

গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণার পর এই অভিযোগ করেন তাঁরা। 

জানা গেছে, মুকুল আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন। আর সাবেক চেয়ারম্যান হযরত আলী বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। গোদাগাড়ীর এ দুটি ইউনিয়নের ভোটের ফল ঘোষণা করা হয়েছে গভীর রাতে। 

রিশিকুলের পরাজিত প্রার্থী মুখলেসুর রহমান বলেন, ‘দশটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রেরই প্রিসাইডিং অফিসার স্বাক্ষর করে আমাকে ফলাফল শিট দিয়েছে। এতে আমি ৭ হাজার ২২ ভোট পেয়েছি। আর নৌকার প্রার্থী টুলু পেয়েছেন ৬ হাজার ৩৪৮ ভোট। কিন্তু উপজেলা পরিষদে গিয়ে ভোটের ফল পাল্টে আমাকে ফেল করিয়ে নৌকার প্রার্থীকে পাস করানো হয়েছে।’ 

একই অভিযোগ গোগ্রামের স্বতন্ত্র প্রার্থী হযরত আলীরও। তিনি বলেন, ‘প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল শিট অনুযায়ী আনারস প্রতীকে ৯ হাজার ৮৩৫ ভোট পেয়েছি। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫১৪ ভোট বেশি পেয়ে আমি নির্বাচিত হই। কিন্তু উপজেলা পরিষদে ফলাফল নেওয়ার পর আর ঘোষণা করা হচ্ছিল না। শেষে রাত ১টার দিকে আমাকে ২৬ ভোটে পরাজিত ঘোষণা করে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী মজিবর রহমানকে পাশ দেখানো হয়েছে।’ 

হযরত আলী আরও বলেন, ‘শুধুমাত্র ফরাদপুর সবুজ সংঘ ক্লাব কেন্দ্রের ফলাফল পাল্টে আমাকে পরাজিত করা হয়েছে। এ বিষয়ে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আইনের আশ্রয় নেব।’ 

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি ফরাদপুর সবুজ সংঘ ক্লাব ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এইচএম মোকসেদুল হাসান। 

তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘পরাজিত হলে প্রার্থীরা এ ধরনের অভিযোগ করেন। আসলে অভিযোগ সঠিক নয়।’ 

দুই ইউনিয়নের ফলাফল ঘোষণায় দেরি হওয়ার কারণ জানতে চাইলে মশিউর রহমান বলেন, ‘দুজন প্রার্থী ভুয়া ফলাফল শিট এনেছিলেন। তখন ওই দুই ইউনিয়নের দুটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে ডেকে ফলাফল শিট যাচাই করা হয়। এ কারণে ফলাফল ঘোষণায় একটু দেরি হয়েছে।’ 

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার