হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় টিএমএসএসকে ১০ লাখ টাকা জরিমানা 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘকে (টিএমএসএস) ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। করতোয়া নদীর পানিপ্রবাহের গতিপথে মাটি এবং বালু দিয়ে ভরাট করে নদীর ওপর চলাচলের রাস্তা নির্মাণের অভিযোগে এই জরিমানা করা হয়। এ সময় টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা না দিলে ঘটনাস্থলে উপস্থিত টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক নজিবুর রহমানকে কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে বগুড়া সদরের নওদাপাড়ায় টিএমএসএস ইকো পার্ক সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।

রায় ঘোষণার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, ‘আজ পানিউন্নয়ন বোর্ড, টিএমএসএস এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ নদী জরিপের কাজ চলে। এর আগে আমি এসে দেখেছি যে করতোয়া নদীর মধ্যে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে। সেদিন টিএমএসএস দাবি করে যে সেটা তাদের জায়গা। ওইদিন টিএমএসএস এর নির্বাহী পরিচালক মুচলেকা দিয়ে যান যে এখানে সীমানা নির্ধারণের আগে আর কাজ করা হবে না। কিন্তু আজ আমি এখানে এসে দেখি নদীর ভেতর মাটি ফেলে ভরাট করা হচ্ছে। নদীর ভেতর মাটি ফেলে রাস্তা নির্মাণ করা হচ্ছে। ফলে আইন অনুযায়ী এই আদেশ দেওয়া হয়েছে।’

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক