৫৪ বছর বয়সে এসএসসি পাস করে গত বছর আলোচনায় এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের বাসিন্দা আবদুল হান্নান। এবার তিনি নাম লিখিয়েছেন রাজনীতিতে। তিনি গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন। তাঁকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সোনামসজিদ রংধনু পার্কে ছাত্র অধিকার পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি গণ অধিকার পরিষদে যোগদান করেন।
এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক আক্কাশ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাঈমুল ইসলাম নাঈম, শ্রমিক অধিকার পরিষদের জেলা আহ্বায়ক আখের বিশ্বাস, পেশাজীবী অধিকার পরিষদের জেলা দায়িত্বশীল মেহেদী হাসান, শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক মিজানুর রহমানসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।