হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

দ্রুত বিচার আইনের মামলা: মেয়রের পক্ষে আপস সাক্ষ্য দিলেন মামলার বাদী সাবেক মেয়র

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে করা দ্রুত বিচার আইনের মামলায় আপস সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাস। আজ বুধবার সকালে এই সাক্ষ্য দেন তিনি। এই সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে মামলাটি শিগগিরই নিষ্পত্তি হয়ে যেতে পারে।

সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতের পেশকার মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। 

সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাস একই সঙ্গে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাজ্জাদুল হক রেজা সাবেক মেয়রের মেয়ে জামাতার ছোট ভাই। 

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সহযোগীরা মাঝেমধ্যে সাবেক মেয়র আশানুর বিশ্বাসের কাছে চাঁদা দাবি করতেন। ২০১৭ সালের ১২ ডিসেম্বর দুপুরে বেলকুচি পৌরসভার সভাকক্ষে আলোচনা সভা চলছিল। এ সময় সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে তাঁর সহযোগীরা পিস্তল, রামদা, রড, লোহার পাইপ নিয়ে আশানুর বিশ্বাসের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। 

চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা পৌর কার্যালয়ের জানালা, চেয়ার, টেবিল, ভাঙচুর করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনায় আশানুর বিশ্বাস বাদী হয়ে মেয়র সাজ্জাদুল হক রেজা, তাঁর সহযোগী ফারুক সরকার, শ্রী পাপ্পু, আরমান, রানা, সেরাজুল ইসলাম, সোহাগ, রাব্বি, রিয়াদ, রুবেল, রমজান, আল-আমিন, শরিফ, নয়ন, আলমসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি মামলা করেন। 

২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি মেয়র সাজ্জাদুল হক রেজাসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রওশন আলী। 

সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতের পিপি শহিদুল ইসলাম লিটন বলেন, সাবেক মেয়র আশানুর বিশ্বাস আজ আপস সাক্ষ্য দিয়েছেন। তাঁর সাক্ষ্য শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ওই তারিখে মামলাটি নিষ্পত্তি হয়ে যেতে পারে।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়