চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক রাসেল আলী (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে সদর উপজেলার চারবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া এলাকার একটি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চারবার রশিয়া এলাকার আমিরুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী বাড়ির কাজে উপজেলার ইসলামপুরের হায়াতমোড় থেকে খালেকপুর এলাকায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক রাসেল আলী ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।