হোম > সারা দেশ > রাজশাহী

ড. সুজিতের বিরুদ্ধে থানায় সাংসদ শিমুলের অভিযোগ

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সভাপতি ড. সুজিত কুমার সরকারের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ করেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের আওয়ামী লীগ সাংসদ শফিকুল ইসলাম শিমুল। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে এজাহার আকারেই এ অভিযোগ দিয়েছেন তিনি।

গত রোববার রাতে সাংসদ শফিকুল ইসলাম শিমুল নিজেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণকে এজাহারটি দিয়ে এসেছেন। তবে সোমবার দুপুর ২টা পর্যন্ত এটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। পুলিশ এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে।

সোমবার দুপুরে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, এজাহারটি এখনো মামলা হিসেবে রেকর্ড হয়নি। এ বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা রেকর্ড করা হবে।

ড. সরকার সুজিত কুমার ‘নাটোর জেলার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ বইয়ের লেখক। বইটিতে সাংসদ শিমুলের বাবা হাসান আলী সরদারের নাম এসেছে একজন ‘রাজাকার’ হিসেবে। আর এ কারণে সাংসদ শিমুল ও তাঁর অনুসারীরা হুমকি দিয়েছেন দাবি করে তিনি গত ২৯ জুলাই বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে ৫ আগস্ট পুলিশ এই জিডি নথিজাত করেছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক