রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সভাপতি ড. সুজিত কুমার সরকারের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ করেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের আওয়ামী লীগ সাংসদ শফিকুল ইসলাম শিমুল। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে এজাহার আকারেই এ অভিযোগ দিয়েছেন তিনি।
গত রোববার রাতে সাংসদ শফিকুল ইসলাম শিমুল নিজেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণকে এজাহারটি দিয়ে এসেছেন। তবে সোমবার দুপুর ২টা পর্যন্ত এটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। পুলিশ এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে।
সোমবার দুপুরে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, এজাহারটি এখনো মামলা হিসেবে রেকর্ড হয়নি। এ বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা রেকর্ড করা হবে।
ড. সরকার সুজিত কুমার ‘নাটোর জেলার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ বইয়ের লেখক। বইটিতে সাংসদ শিমুলের বাবা হাসান আলী সরদারের নাম এসেছে একজন ‘রাজাকার’ হিসেবে। আর এ কারণে সাংসদ শিমুল ও তাঁর অনুসারীরা হুমকি দিয়েছেন দাবি করে তিনি গত ২৯ জুলাই বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে ৫ আগস্ট পুলিশ এই জিডি নথিজাত করেছে।