হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় শয়নকক্ষে রশিতে ঝুলছিল গৃহবধূর মরদেহ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় নিজ বাড়ির শয়নকক্ষে রশিতে ঝুলন্ত অবস্থায় মর্জিনা বেগম (৪০) নামের এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর শকুনপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূ মর্জিনা বেগম ওই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী ও মেজ ছেলে সোহান আলী ঢাকায় শ্রমিকের কাজ করেন। বড় ছেলে শাওন আলী বালুবাহী ট্রাকের শ্রমিক হিসেবে কাজে ছিলেন। রাতে ছোট ছেলে রোহান আলী বাড়িতে ঢুকে মায়ের কোনো সাড়া–শব্দ না পেয়ে শয়নকক্ষের ভেতরে গিয়ে গলায় রশিতে ফাঁস দেওয়া অবস্থায় দেখে। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা গিয়ে রশিতে তার মায়ের মরদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওই নারীর স্বামীর বড় ভাই রমিজ উদ্দিন জানান, তাঁরা গরিব মানুষ। স্বামীসহ তিন ছেলে শ্রমিকের কাজ করে সংসার চালান। তাঁর দাবি, পরিবারের মধ্যে তেমন কোনো গন্ডগোল-ফ্যাসাদ ছিল না, তবে তাঁর কিছুটা মানসিক সমস্যা ছিল। এই কারণে আত্মহত্যার পথ বেঁচে নিতে পারেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের পর একটি অপমৃত্যুর মামলা (ইউডি) মামলা করা হয়েছে। আজ রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়