রাজশাহীতে মেয়েকে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করায় ওই মামলার বাদীকেই দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাজশাহীর মোহনপুর উপজেলার বাসিন্দা। আদালতের পেশকার হেমন্ত বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই বাদী সাবিত্রি সরকার ও এক যুবকসহ তিনজনের বিরুদ্ধে ২০১২ সালে আদালতে একটি মামলা করেন। এতে তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন। ২০১৫ সালে এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার তিন আসামিকেই বেকসুর খালাস দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, হয়রানি ও অর্থ আত্মসাতের উদ্দেশে ওই মামলা দায়ের করা হয়েছিল। এ রায় হওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১৫ সালে ভুক্তভোগী সাবিত্রী সরকার বাদীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলারই রায় ঘোষণা করা হলো। এতে বাদীকে সাজা দেওয়া হয়েছে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি জানান, মিথ্যা মামলা করে হয়রানি করায় ভুক্তভোগী ব্যক্তি মামলা করতে পারেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।