হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

আ. লীগকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই: মেয়র লিটন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘আওয়ামী লীগকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগের সাথে লক্ষ কোটি জনতা আছে। দেশে আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই, আগামী নির্বাচন হবে উন্নত গণতান্ত্রিক দেশের মতো এবং নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। আর নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন।’ 

আজ সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। 

বিএনপির উদ্দেশ্যে মেয়র লিটন বলেন, ‘ঘটা করে ঝটিকা মিছিল নিয়ে, বন্দুক বের করে কাউকে হত্যা করে ক্ষমতায় আসা যাবে না। আগামী সেপ্টেম্বর মাস থেকে বিএনপি সারা দেশে একটা জানান দেবে-আওয়াজ দেবে বলে শোনা যাচ্ছে। নেতা কর্মীরা প্রস্তুত থাকবেন, তারা যদি অরাজকতার সৃষ্টির চেষ্টা করে, তবে তার দাঁতভাঙা জবাব ওই দিন দেব, ইনশাআল্লাহ।’ 

সমাবেশে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল ওদুদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন—সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও ফেরদৌসী ইসলাম জেসী। 

এর আগে সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লাগ্রাম ও শিবগঞ্জ উপজেলার তর্তিপুর এলাকায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এসএম কামাল হোসেন। পাশাপাশি আশ্রয়ণ কেন্দ্রের ঘরগুলো ঘুরে দেখেন ও সুবিধাভোগীদের খোঁজ-খবর নেন। 

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে