সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামের আব্দুস ছালামের ছেলে আব্দুল হাই (৩৫)। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তি হলেন মিজান (৫০)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আসাদুজ্জামান। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করি। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে ট্যাংকলরিটি জব্দ করা সম্ভব হয়নি।’