হোম > সারা দেশ > রাজশাহী

দৃশ্যমান বিচার ও সংস্কার জাতি প্রত্যাশা করে: মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশ জায়ামাতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে, জনগণকে মিথ্যা আশা দিয়ে, ভোটের অধিকার খর্ব করে গণতন্ত্রকে হত্যা করেছে। বিনা বিচারে ও মিথ্যা ভোটে যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে। দৃশ্যমান বিচার ও সংস্কার জাতি প্রত্যাশা করে।’ শনিবার সকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের একটি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দলের রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী।

সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমানর বলেন, ‘দেশের কল্যাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে হলে জাস্টিস কায়েম করতে হবে। ইসলাম মানুষের সার্বিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে, তাই কোরআনের আলোকে ব্যক্তিজীবন গঠন করতে হবে এবং সততার মানদণ্ডে সমাজ পরিচালনা করতে হবে।’

রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগরের নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার প্রমুখ।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়