হোম > সারা দেশ > রাজশাহী

দৃশ্যমান বিচার ও সংস্কার জাতি প্রত্যাশা করে: মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশ জায়ামাতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে, জনগণকে মিথ্যা আশা দিয়ে, ভোটের অধিকার খর্ব করে গণতন্ত্রকে হত্যা করেছে। বিনা বিচারে ও মিথ্যা ভোটে যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে। দৃশ্যমান বিচার ও সংস্কার জাতি প্রত্যাশা করে।’ শনিবার সকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের একটি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দলের রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী।

সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমানর বলেন, ‘দেশের কল্যাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে হলে জাস্টিস কায়েম করতে হবে। ইসলাম মানুষের সার্বিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে, তাই কোরআনের আলোকে ব্যক্তিজীবন গঠন করতে হবে এবং সততার মানদণ্ডে সমাজ পরিচালনা করতে হবে।’

রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগরের নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার প্রমুখ।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা