হোম > অপরাধ > রাজশাহী

রক্তাক্ত হাত নিয়ে ফেসবুক লাইভে কাউন্সিলর প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনি ১ নম্বর গলিতে এই ঘটনা ঘটে। 

আহত কাউন্সিলর প্রার্থীর নাম আশরাফ বাবু। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তৌহিদুল হক সুমনের ‘সন্ত্রাসী বাহিনীর প্রধান’ শুভ ছুরিকাঘাত করেছেন বলে বাবুর অভিযোগ। বাবু মহানগর যুবলীগের সহসভাপতি। আর সুমন মহানগর যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক। 

ঘটনার পর রক্তাক্ত হাত নিয়ে আশরাফ বাবু ফেসবুক লাইভে আসেন। এ সময় তিনি বলেন, ‘তৌহিদুল হক সুমনের সন্ত্রাসী বাহিনীর প্রধান শুভ আমার চেম্বারের সামনে এসে একজনকে ছুরি মেরে গেছে। আমি ১ নম্বর গলিতে ওয়ার্ক করে আসছিলাম। গলির মাঝামাঝি স্থানে সে আমার পেটে ছুরি মারার চেষ্টা করে। আমি হাত দিয়ে তা ঠেকাতে গেলে আমার হাতের এই অবস্থা।’ 

লাইভে আশরাফ বাবু বলেন, ‘আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বিচার আমি করব।’ 

এই ঘটনার পর তৌহিদুল হক সুমনের কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এখনো এলাকায় উত্তেজনা রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ১৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আসন্ন নির্বাচনের প্রার্থী তৌহিদুল হক সুমন বলেন, ‘এলাকায় আশরাফ বাবু সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। আমার কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। তাঁকে কে ছুরি মেরেছে জানি না।’ 

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। একজন প্রার্থীর হাতে ছুরিকাঘাত করা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত। এই ঘটনায় থানায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে