হোম > সারা দেশ > রাজশাহী

গৃহবধূর আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দেওয়ায় জেল-জরিমানা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে গৃহবধূর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ বুধবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাজু আহমেদ (৩৫)। রাজশাহীর বাগমারা উপজেলার শিবজাইট গ্রামে তাঁর বাড়ি। তিনি গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা। টাঙ্গাইলে কর্মরত ছিলেন। বুধবার মামলার রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, রাজুর বিরুদ্ধে গত বছর ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন ভুক্তভোগী এক গৃহবধূ (২১)। এজাহারের বর্ণনামতে, ওই নারীর স্বামী একটি মামলায় কারাগারে ছিলেন। রাজু একদিন তাঁর বাড়ি গিয়ে ওই নারীর স্বামীর খোঁজখবর নেন। এরপর তাঁকে জামিনে মুক্ত করতে ওই গৃহবধূকে সহযোগিতার কথা বলেন। সেদিন তিনি ওই গৃহবধূর মোবাইল নম্বর নেন। এরপর ওই নারীর বাড়ি যাওয়া-আসা করতেন। তিনি বাদীর অসতর্ক থাকা অবস্থায় আপত্তিকর ছবি তোলেন। এবং সেটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

কিছুদিন পর ওই নারীর স্বামী কারাগার থেকে বের হন। তারপরও রাজু ওই নারীকে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার জন্য চাপ দেন। তা না হলে তিনি ওই নারীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেবেন বলে হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে ওই নারী মামলা করেন। আদালতে বিচার চলাকালে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

আইনজীবী ইসমত আরা আরও জানান, দুটি ধারার প্রতিটিতে আসামি রাজু আহমেদকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও তিন মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে আসামিকে। সাজা একটার পর অন্যটা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক