হোম > অপরাধ > রাজশাহী

যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় ৬ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। এর আগে গতকাল মঙ্গলবার রাতে মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর থানার বড় লাউতারা গ্রামের খোরশেদ শেখের ছেলে আলমগীর শেখ (৩২), একই গ্রামের হাকিম মোল্লার ছেলে শরিফ মোল্লা (২৩), শিবালয় থানার জাফরগঞ্জ গ্রামের মোস্তফা কামালের ছেলে সাইফুল ইসলাম (২২), আলোকদিয়ার চর খাসপাড়া গ্রামের সালাম মোল্লার ছেলে জাহিদ মোল্লা (৪০), ঢাকার সাভার থানার কমলা পূর্বপাড়া গ্রামের আলাউদ্দিন আলমের ছেলে রাজিব হোসেন (২৩) ও ফরিদপুর জেলার নগরকান্দা থানার শঙ্কারপাশা গ্রামের গফুর মাতব্বরের ছেলে সাদেক মাতব্বর (৩০)। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতি করত। তাদের মধ্যে দলের সর্দার আলমগীর শেখ গত ২০ সেপ্টেম্বর জেল থেকে ছাড়া পেয়ে পলাতক অপর ডাকাত মাহিদুলের সঙ্গে যাত্রীবাহী বাসে ডাকাতির পরিকল্পনা করে। পরে গত ৩০ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে ন্যাশনাল পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়। বাসটি গাজীপুরের বাইপাইল এলাকায় পৌঁছালে ছয় ডাকাত সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে আসার জন্য ওই বাসে ওঠে। বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকা পার হলে যাত্রী বেশধারী ডাকাতেরা বাসচালককে ছুরিকাঘাত করে বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয়। পরে বাসের হেলপার, সুপারভাইজার ও যাত্রীদের মারধর ও হত্যার হুমকি দিয়ে জিম্মি করে। এ সময় ডাকাতের দল বাসের যাত্রীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ১৫ হাজার টাকা নিয়ে যায়। 

পুলিশ সুপার আরও বলেন, বাসটি হাটিকুমরুল গোলচত্বরে পৌঁছালে পুলিশের একটি দল থামানোর চেষ্টা করে। এ সময় ডাকাতের দল পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে বাস নিয়ে পালানোর চেষ্টা করে। পরে উল্লাপাড়া রেলক্রসিং এলাকায় বাসটি রেখে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১৭টি মোবাইল ফোন ও ছয়টি ছুরি উদ্ধার করা হয়েছে। 

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা