বগুড়া শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার দিবাগত রাত ৮টার দিকে বগুড়া ঢাকা মহাসড়কের গন্ডগ্রাম মিঞাপাড়া কবরস্থানের সামনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বগুড়া শহরের ফুলবাড়ি জয়পুরপাড়া এলাকার মৃত হবিবর রহমান এর ছেলে তৌহিদ (৪৮)।
নিহতের পরিচয় নিশ্চিৎ করে থানার ওসি আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে জানান, বেসরকারি কোম্পানির কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন তৌহিদ। রাত ৮টার দিকে অজ্ঞাত একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ দেয়নি। পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।